নওগাঁ জেলার মধ্য বাবসা- বানিজ্যের জন্য যেসকল স্থান প্রশিদ্ধ তাঁর মধ্য সাপাহার উপজেলাও একটি । অত্র উপজেলায় প্রধান ব্যবসা হল ধান । তাছাড়া কিছু সংখ্যক চাউল কল রয়েঝছ। এছাড়াও অত্র উপজেলায় মাছ,গরু,গম, শরিসা ও বানিজ্য হয়ে থাকে । বর্তমানে সাপাহারের প্রধান এবং জনপ্রিয় ব্যবসা হচ্ছে আম ব্যবসা । অত্র অঞ্চলে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের আমবাগান রয়েছে এবং এছাড়া বিভিন্ন প্রজাতির আম এঅঞ্চলে উৎপাদন হয়ে থাকে । ব্যবসা-বানিজ্যের জন্য অত্র উপজেলাটি আমাদের দেশে যথেষ্ট অবদান রাখার দাবীদার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস