Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
একটি সতর্কতামূলক পোস্ট ( মোবাইল নম্বর কপি তথা ক্লোন করে একশ্রেণির প্রতারকচক্র প্রতারণা করছে )
বিস্তারিত

এক‌টি সতর্কতামূলক পোস্ট

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে সরকার/প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মোবাইল নম্বর কপি তথা ক্লোন করে একশ্রেণির প্রতারকচক্র প্রতারণা করছে। বিশেষভাবে আর্থিক বিষয়ে প্রতারণার অনেক রকম ঘটনা ঘটছে। প্রতারকচক্র সুনিপুণভাবে ক্লোনকৃত সিমের মালিকের পরিচিত জনদের কাছ থেকে বিভিন্নভাবে  টাকা দাবি করছে। এমনকি টাকার পাশাপাশি অনেক রকম অপ্রয়োজনীয়/অবৈধ কাজের বিষয়েও তদবির/নির্দেশনা/চাপ প্রয়োগ করছে। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার, সাপাহার, নওগাঁ মহোদয়ের মোবাইল নাম্বার (০১৭৩০৪৬০০১১) থেকে যদি কারও কাছে আর্থিক বিষয়ে অথবা অন্য কোন ধরনের অবৈধ তদবির/নির্দেশনা যায় তাহলে কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য করার অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে স্বশরীরে অফিসে দেখা করে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।


[পাশাপাশি উপরের দেয়া নম্বর থেকে কারো মোবাইলে তাৎক্ষনিক কোন কল দিয়ে টাকা চাওয়া হলে আপনারা কল টি কেটে দিয়ে পুনরায় উপজেলা নির্বাহী অফিসার এর নম্বরে আপনার নম্বর থেকে কল ব্যাক করেও ক্লোন করার বিষয়ে নিশ্চিত হতে পারবেন।

মনে রাখবেন, কেউ কারো নম্বর ক্লোন করে অন্য কাউকে কল দিতে পারবে কিন্তু আপনার মোবাইল থেকে ক্লোন করা নম্বরে কল ব্যাক করলে কলটি অবশ্যই আসল ব্যক্তির কাছে যাবে, প্রতারক চক্রের কাছে নয়।]


অনুরোধক্রমে

সেলিম আহমেদ

উপজেলা নির্বাহী অফিসার

সাপাহার, নওগাঁ

ডাউনলোড
প্রকাশের তারিখ
12/03/2025
আর্কাইভ তারিখ
31/12/2025